নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | 224 বার পঠিত | প্রিন্ট
সূচক ও লেনদেন সামান্য কমলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আগামী দিনের উত্থানের প্রত্যাশা তৈরি করেছে।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারবাজার পতন দিয়ে লেনদেন শেষ হলেও বাজারে ভিন্নচিত্র লক্ষ্য করা গেছে। কারণ সূচক ও লেনদেন কমলেও আগের দিনের তুলনায় আজ বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও কিছুক্ষণ পর পতন ঘটে। তবে দুপুরে সূচক আবারও ঘুরে দাঁড়িয়ে ৫ হাজার ৬৪৯ পয়েন্টে পৌঁছায়। কিন্তু শেষ ঘণ্টায় টানা পতনের ফলে সূচক নামতে থাকে এবং দিনশেষে সূচক ও লেনদেন দুটোই কমে যায়।
সূচকের অবস্থা
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৪.২৭ পয়েন্টে।
অন্যদিকে, ডিএসইএস ৩.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৩০.০৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮২.৭৫ পয়েন্টে।
দর বাড়া-কমানো কোম্পানি
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে—
দর বেড়েছে: ১৭৫টি কোম্পানি
দর কমেছে: ১৪৫টি কোম্পানি
দর অপরিবর্তিত: ৭২টি কোম্পানি
লেনদেনের পরিমাণ
আজ ডিএসইতে মোট ১ হাজার ৩৩৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯৭ কোটি ৫৬ লাখ টাকার। ফলে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে ৫৯ কোটি ৩ লাখ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
ডিএসইর মতো সিএসইতেও সূচক ও লেনদেন কমেছে। আজ সেখানে মোট ১২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ২১ কোটি ৮ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৯টির দর বেড়েছে, ১০৯টির দর কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে।
সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯৭.৪০ পয়েন্টে। আগের দিন সূচক বেড়েছিল ৭০.৫৩ পয়েন্ট।
Posted ৫:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.