নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | 260 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচআর টেক্সটাইল লিমিটেডের ক্যাটাগরি অবনমন হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে সরাসরি ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী টানা দুই বছর ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) থেকে কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়েছে।
ঋণ সুবিধা বন্ধের নির্দেশ
ক্যাটাগরি পরিবর্তনের কারণে ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে কোম্পানিটিকে ঋণ সুবিধা প্রদান না করার নির্দেশ দিয়েছে ডিএসই।
কেনো ‘জেড’ ক্যাটাগরি?
বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, কোনো কোম্পানি—
পরপর দুই বছর বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড ঘোষণা না করলে,
আইন অনুযায়ী নিয়মিত এজিএম না করলে,
ছয় মাসের বেশি সময় উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকলে (সুনির্দিষ্ট কারণ ছাড়া),
পুঞ্জীভূত লোকসান পরিশোধিত মূলধনের বেশি হলে,
অথবা ঘোষিত ডিভিডেন্ডের ন্যূনতম ৮০ শতাংশ নির্ধারিত সময়ে বিতরণে ব্যর্থ হলে,
সেক্ষেত্রে কোম্পানিকে ‘জেড’ শ্রেণিভুক্ত করা হয়।
বিনিয়োগকারীদের জন্য বার্তা
শেয়ারবাজার বিশ্লেষকদের মতে, এইচআর টেক্সটাইলের ক্যাটাগরি অবনমন বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগে আছেন তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.