বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা: ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় কঠোর শর্ত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ | 234 বার পঠিত | প্রিন্ট

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা: ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় কঠোর শর্ত

নিজস্ব প্রতিবেদক: দেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য বাংলাদেশ ব্যাংক নতুন গাইডলাইন প্রকাশ করেছে, যার নাম ‘ডিজিটাল ব্যাংক স্থাপনবিষয়ক গাইডলাইন্স, ভার্সন-২’। নতুন নির্দেশনায় প্রযুক্তি-নির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মূলধনের শর্তে বড় পরিবর্তন
বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবার (২৬ আগস্ট) পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও উদ্যোক্তা/স্পন্সর এবং প্রধান নির্বাহী কর্মকর্তার যোগ্যতা ও উপযুক্ততার মানদণ্ডে পরিবর্তন আনা হয়েছে।

সাইবার সিকিউরিটি ও স্বচ্ছতার ওপর গুরুত্ব
নতুন গাইডলাইনে সাইবার সিকিউরিটি সংক্রান্ত বিধান যোগ করা হয়েছে যাতে অপারেশনাল কার্যক্রমে স্বচ্ছতা বজায় থাকে এবং গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত হয়।

কেন নতুন গাইডলাইন প্রকাশ করা হলো?

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, “২০২৩ সালে প্রথম গাইডলাইন প্রণয়নের পর প্রায় দুই বছরে দেশ-বিদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট ও প্রযুক্তিগত পরিবর্তনের কারণে নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে।”

আবেদন শুরু ১ সেপ্টেম্বর থেকে
ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এ বিষয়ে আজ (২৬ আগস্ট) চারটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আশা, নতুন প্রজন্মের ডিজিটাল ব্যাংকিং সেবা জনগণের কাছে আরও সহজলভ্য হবে, যা ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে এবং টেকসই উন্নয়ন অর্জনে সহায়তা করবে।

 

Facebook Comments Box

Posted ৮:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com