নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ | 203 বার পঠিত | প্রিন্ট
টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশবান্ধব উদ্যোগে অবদানের ভিত্তিতে দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালের কার্যক্রমের ওপর ভিত্তি করে প্রথমবারের মতো প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাংকের স্বীকৃতি পেয়েছে বেসরকারি খাতের দেশীয় মালিকানাধীন সিটি ব্যাংক।
বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর আহসান এইচ মনসুর সেরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর নূরুন নাহারসহ কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
র্যাঙ্কিংয়ের মানদণ্ড ও সূচক
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ এই র্যাঙ্কিং প্রস্তুত করে। এতে পাঁচটি প্রধান সূচক বিবেচনায় নেওয়া হয়েছে:
টেকসই অর্থায়ন
সামাজিক দায়বদ্ধতা
পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
টেকসই কোর ব্যাংকিং
সেবা পরিধি
শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ
ব্যাংক ক্যাটাগরিতে প্রথম স্থান সিটি ব্যাংক, দ্বিতীয় স্থান ব্র্যাক ব্যাংক এবং তৃতীয় স্থান পূবালী ব্যাংক অর্জন করেছে। চতুর্থ থেকে দশম স্থানে রয়েছে: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক,যমুনা ব্যাংক,ইস্টার্ন ব্যাংক,ডাচ্-বাংলা ব্যাংক,শাহ্জালাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক এবং প্রাইম ব্যাংক।
অন্যদিকে, নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (NBFI) ক্যাটাগরিতে আইডিএলসি ফাইন্যান্স শীর্ষে এবং দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স।
ব্যাংক নির্বাহীদের প্রতিক্রিয়া
সম্মাননা গ্রহণ করে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন,
“টেকসই রেটিংয়ে শীর্ষস্থান অর্জন আমাদের জন্য বড় সম্মান। এটি শুধু টেকসই অর্থায়নের কারণে নয়, সার্বিক সুশাসন, গ্রাহকসেবা এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে দক্ষতার ফল।”
অন্যদিকে, আইডিএলসি ফাইন্যান্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জাভেদ নুর বলেন,
“এই র্যাঙ্কিং গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ। তারা সহজেই সেরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বেছে নিতে পারবেন।”
উল্লেখ্য, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও আইডিএলসি টানা পাঁচ বছর ধরে টেকসই ব্যাংকের তালিকায় শীর্ষস্থানে রয়েছে। এ বছর প্রথমবারের মতো শাহ্জালাল ইসলামী ব্যাংক তালিকায় স্থান পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে দেশের আর্থিক খাতে সুশাসন, পরিবেশবান্ধব অর্থায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Posted ৬:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.