নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ | 228 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ২০২৪ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা স্টক এক্সচেঞ্জে প্রকাশ করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আর ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৫১ পয়সা।
বাজার বিশ্লেষকদের মতে, ইপিএস তুলনামূলকভাবে কম হওয়ায় ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফান্ডটি। তবে বিনিয়োগকারীরা আশা করছেন, আগামী অর্থবছরে আয়ের হার বাড়লে ডিভিডেন্ড প্রদানের সম্ভাবনা তৈরি হবে।
Posted ২:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.