নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৩ আগস্ট ২০২৫ | 258 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেড (এসপিএল) নারায়ণগঞ্জ ইউনিট-১ (১০২ মেগাওয়াট এইচএফও চালিত বিদ্যুৎকেন্দ্র) বিক্রয় ও পুনঃরপ্তানির জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি সাবসন এনার্জি এফজেডসিও-র (SABSON ENERGY FZCO) সঙ্গে “অ্যাসেট পারচেজ অ্যাগ্রিমেন্ট” স্বাক্ষর করেছে। এ তথ্য প্রতিষ্ঠানটি সকল শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছে।
নারায়ণগঞ্জ ইউনিট-১ বিদ্যুৎকেন্দ্রটি ২০১১ সালের ১ এপ্রিল বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। দুইবার চুক্তি নবায়নের পর বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সর্বশেষ চুক্তি ২০২৪ সালের ২২ মার্চে শেষ হয়। পরবর্তীতে বিপিডিবির ২০২৪ সালের ২৯ এপ্রিলের সম্মতিপত্র অনুযায়ী ‘নো ইলেকট্রিসিটি নো পে’ (NENP) ট্যারিফ মডেলে দুই বছরের জন্য পুনরায় কার্যক্রম শুরুর অনুমতি পায় কেন্দ্রটি।
তবে ২০২৪ সালের ১৯ আগস্ট থেকে কেন্দ্রটি কোনো বিদ্যুৎ সরবরাহ করেনি এবং বিপিডিবি থেকে প্রাপ্ত অনাপত্তিপত্র (NoC)-এ জানানো হয়, বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনর্নবায়নের আর কোনো সুযোগ নেই এবং বাংলাদেশে এই কেন্দ্রের কার্যক্রমের মেয়াদ শেষ হয়েছে।
এ পরিস্থিতিতে, ২০২৫ সালের ৮ মে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে কেন্দ্রটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয় এবং ব্যবস্থাপনাকে সম্ভাব্য ক্রেতা খোঁজার অনুমোদন দেওয়া হয়।
ব্যবস্থাপনা পক্ষ সম্ভাব্য ক্রেতাদের খুঁজে বের করার প্রক্রিয়ায় দুটি প্রতিষ্ঠানের সাড়া পায় এবং আলোচনার পর সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী নিবন্ধিত সাবসন এনার্জি এফজেডসিওর সঙ্গে চুক্তি সম্পাদিত হয়। কোম্পানিটির নিবন্ধিত কার্যালয় দুবাইয়ের জাফজা ২৫ বিল্ডিং, সাউথ জোন, পিও বক্স ৯৪৮৫৯-এ অবস্থিত।
Posted ১:১৫ অপরাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.