রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

অনিয়মের অভিযোগে বিএসইসি’র তদন্তের মুখে এনআরবি ব্যাংক সিকিউরিটিজ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ আগস্ট ২০২৫ | 146 বার পঠিত | প্রিন্ট

অনিয়মের অভিযোগে বিএসইসি’র তদন্তের মুখে এনআরবি ব্যাংক সিকিউরিটিজ

শেয়ারবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এনআরবি ব্যাংক সিকিউরিটিজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য এই প্রতিষ্ঠানটির কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠায় কমিশন তদন্তে নেমেছে।

গত জুলাইয়ের শেষ সপ্তাহে বিএসইসি এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষকে আনুষ্ঠানিক চিঠি পাঠায়। তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে রয়েছেন—বিএসইসি’র একজন উপ-পরিচালক, একজন সহকারী পরিচালক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন ম্যানেজার। কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে কমিশনে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্তে মূলত খতিয়ে দেখা হবে—অবৈধ লেনদেন, অপ্রকাশিত তহবিলের ব্যবহার এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সরাসরি বা পরোক্ষ লেনদেনের অভিযোগ। এছাড়া শেয়ারহোল্ডার পরিবর্তন বা বোর্ড নিয়োগের সময় সিকিউরিটিজ আইন লঙ্ঘন করা হয়েছে কিনা, তাও যাচাই করবে কমিটি।

বিশেষভাবে দেখা হবে, চেয়ারম্যান বদিউজ্জামান বা অন্য কোনো বোর্ড সদস্য ভেতরের তথ্য ব্যবহার করে অবৈধ লেনদেন বা বাজার কারসাজিতে জড়িত ছিলেন কিনা। পাশাপাশি কর্পোরেট গভর্ন্যান্স কোড এবং অন্যান্য সংশ্লিষ্ট বিধিমালা যথাযথভাবে মানা হয়েছে কিনা, সেটিও তদন্তের আওতায় থাকবে।

বিএসইসি’র একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রাথমিক অভিযোগ ও অনুসন্ধানের ভিত্তিতেই এই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কমিশন পরবর্তী করণীয় ঠিক করবে।

Facebook Comments Box

Posted ২:৩৩ অপরাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com