রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দরপতন ও সূচক হ্রাসের মাঝেও বাজার মূলধনে ইতিবাচক প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ আগস্ট ২০২৫ | 70 বার পঠিত | প্রিন্ট

দরপতন ও সূচক হ্রাসের মাঝেও বাজার মূলধনে ইতিবাচক প্রবৃদ্ধি

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চার কার্যদিবসের মধ্যে তিন দিনই সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হলেও বাজার মূলধনে যুক্ত হয়েছে প্রায় ২ হাজার ৮৫৬ কোটি টাকা। ফলে টানা নয় সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার কোটি টাকারও বেশি।

লেনদেনের তথ্য অনুযায়ী, গত সপ্তাহজুড়ে ডিএসইতে ১৩৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, যেখানে ২২৭টির দাম কমেছে এবং ৩০টির দাম অপরিবর্তিত থেকেছে। সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ৭৯ কোটি টাকা, যা আগের সপ্তাহের ৭ লাখ ১২ হাজার ২২৩ কোটি টাকা থেকে ০ দশমিক ৪০ শতাংশ বেশি।

ঈদুল ফিতরের পর টানা ৮ সপ্তাহ পতনে ডিএসইর বাজার মূলধন কমেছিল ২৬ হাজার ৮৮২ কোটি টাকা এবং প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছিল ৫৮২ পয়েন্ট। তবে ঈদুল আজহার আগে শেষ কার্যদিবসগুলোতে বাজারে ঊর্ধ্বমুখী ধারা শুরু হয়, যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। গত নয় সপ্তাহে বাজার মূলধন বেড়েছে মোট ৬৮ হাজার ৯৫ কোটি টাকা।

বাজার মূলধন বাড়লেও সূচকের ক্ষেত্রে বিপরীত চিত্র দেখা গেছে। গত সপ্তাহে প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৩৫ পয়েন্ট বা ০ দশমিক ৬৫ শতাংশ কমেছে। ভালো কোম্পানির সূচক ডিএসই-৩০ কমেছে ১৬ দশমিক ৬৫ পয়েন্ট বা ০ দশমিক ৭৯ শতাংশ। শরিয়াহভিত্তিক সূচকও সামান্য ০ দশমিক ১৮ পয়েন্ট বা ০ দশমিক ০২ শতাংশ হ্রাস পেয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ৯১১ কোটি ৩৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের দৈনিক গড় ৮৩৮ কোটি ৮৬ লাখ টাকার তুলনায় ৮ দশমিক ৬৪ শতাংশ বেশি। অর্থাৎ প্রতিদিন গড়ে লেনদেন বেড়েছে প্রায় ৭২ কোটি ৫১ লাখ টাকা।

 

Facebook Comments Box

Posted ৬:৪০ অপরাহ্ণ | শনিবার, ০৯ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com