রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

মূলধন ঘাটতি ও প্রকৃত লোকসান আড়ালে ইউসিবি, বিভ্রান্ত বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ আগস্ট ২০২৫ | 243 বার পঠিত | প্রিন্ট

মূলধন ঘাটতি ও প্রকৃত লোকসান আড়ালে ইউসিবি, বিভ্রান্ত বিনিয়োগকারীরা

তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ২০২৪ সালে প্রকৃতপক্ষে ৩ হাজার ৮৮৮ কোটি টাকার বেশি লোকসান করলেও বিনিয়োগকারীদের কাছে মাত্র ৫ পয়সা শেয়ারপ্রতি মুনাফার তথ্য প্রকাশ করেছে। অথচ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির শেয়ারপ্রতি প্রকৃত লোকসান দাঁড়িয়েছে ২৫ টাকা ০৮ পয়সা। সঞ্চিতি গঠন না করেই মুনাফা দেখানোর এই কৌশলে বিনিয়োগকারীরা পড়েছেন চরম বিভ্রান্তিতে।

নিরীক্ষিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ব্যাসেল-৩ অনুযায়ী ইউসিবির মূলধনের প্রয়োজন ৬ হাজার ৩৫৮ কোটি ৭৮ লাখ টাকা। কিন্তু ব্যাংকটির বর্তমান মূলধন রয়েছে মাত্র ৫ হাজার ৩৮৫ কোটি ৯০ লাখ টাকা। ফলে মোট মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৯৭২ কোটি ৮৭ লাখ টাকা। আর যদি সঞ্চিতির ঘাটতিও যুক্ত করা হয়, তাহলে মোট ঘাটতি পৌঁছায় ৩ হাজার ৬১৩ কোটি টাকার বেশি।

এছাড়া মূলধন পর্যাপ্ততা অনুপাত (সিআরএআর)-এও রয়েছে বড় ধরনের ঘাটতি। যেখানে প্রয়োজন ছিল ১২.৫০ শতাংশ অনুপাত, সেখানে ইউসিবির বাস্তব অনুপাত মাত্র ১০.৫৯ শতাংশ। আর সঞ্চিতি ঘাটতিকে অন্তর্ভুক্ত করলে এই অনুপাত আরও কমে দাঁড়ায় ৫.৪০ শতাংশে, যা ব্যাংকটির স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তোলে।

১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউসিবির পরিশোধিত মূলধন ১ হাজার ৫৫০ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৮৯.৭৩ শতাংশ শেয়ারের মালিকানা, যা ব্যাংকটির আর্থিক পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করার গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।

বিশ্লেষকরা বলছেন, প্রকৃত লোকসান গোপন রেখে নামমাত্র মুনাফা দেখানো হলে বাজারে বিভ্রান্তি তৈরি হয় এবং বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি বাড়ে। এ ধরনের স্বচ্ছতাহীনতার কারণে বিনিয়োগকারীদের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন বাজারসংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Posted ১:০৯ অপরাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com