নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ জুলাই ২০২৫ | 262 বার পঠিত | প্রিন্ট
বৈদেশিক লেনদেন পরিশোধের চাপ সামাল দিয়েও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫ লাখ ডলার বা ৩০ বিলিয়ন মার্কিন ডলার। এতে রিজার্ভ ঘিরে চলমান উদ্বেগ অনেকটা প্রশমিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আন্তর্জাতিক মানদণ্ড ব্যালান্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুসারে রিজার্ভের পরিমাণ ২ হাজার ৪৯৮ কোটি ৮২ লাখ ৪০ হাজার ডলার, অর্থাৎ প্রায় ২৫ বিলিয়ন ডলার। তবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলারের ঘরে প্রবেশ করেছে।
এর আগে গত ৩ জুলাই পর্যন্ত মোট রিজার্ভ ছিল ৩১.৫৭ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুসারে তখন রিজার্ভের পরিমাণ ছিল ২৬.৫১ বিলিয়ন ডলার। সেসময় ব্যবহারের জন্য উপলব্ধ রিজার্ভ ছিল ২০ বিলিয়ন ডলারের বেশি।
উল্লেখযোগ্যভাবে, জুলাই মাসের শুরুতে বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) এর সদস্য দেশগুলোর কাছে প্রায় ২.০২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে। এত বড় অঙ্কের পরিশোধ সত্ত্বেও রিজার্ভে বড় ধস নামেনি। বরং রিজার্ভ স্থিতিশীল থেকে ১৬ জুলাই শেষে দাঁড়ায় ২৯.৫৩ বিলিয়ন ডলারে। বিপিএম-৬ অনুযায়ী সে সময়ের হিসাবেও রিজার্ভ ছিল ২৪.৪৬ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, রপ্তানি আয় ও প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক থাকায় রিজার্ভ স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ। সামনের দিনগুলোতেও এই ধারা অব্যাহত রাখার ওপর জোর দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
Posted ১:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.