রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ইউসিবির মালিকানা প্রত্যাহার: ন্যাশনাল হাউজিংয়ের শেয়ার বিক্রি হচ্ছে ৫৬ লাখ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ জুলাই ২০২৫ | 148 বার পঠিত | প্রিন্ট

ইউসিবির মালিকানা প্রত্যাহার: ন্যাশনাল হাউজিংয়ের শেয়ার বিক্রি হচ্ছে ৫৬ লাখ

তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি থেকে সম্পূর্ণ মালিকানা তুলে নিচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাখিল করা এক মূল্য সংবেদনশীল তথ্য অনুযায়ী, ইউসিবি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে কোম্পানির ৫৬ লাখ ৩৫ হাজার স্পন্সর শেয়ার বিক্রি করবে।

ইউসিবি জানিয়েছে, এই শেয়ারগুলো ডিএসইর সেকেন্ডারি মার্কেট অথবা ব্লক ট্রানজেকশনের মাধ্যমে বিক্রি করা হবে। অর্থাৎ বড় পরিসরে বিনিয়োগকারীদের কাছে একসাথে এই শেয়ার হস্তান্তর হতে পারে।

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল হাউজিং ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। আবাসন খাতে অর্থায়নের জন্য পরিচিত এই কোম্পানিটি ২০২৪ অর্থবছরে ৯৭ শতাংশ মুনাফা হ্রাসের সম্মুখীন হয়েছে। আগের বছরগুলোর তুলনায় তাদের নিট মুনাফা কমে মাত্র ২৯ লাখ টাকায় দাঁড়িয়েছে। তবুও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

জুন ২০২৫ পর্যন্ত সর্বশেষ শেয়ারহোল্ডিং রিপোর্ট অনুযায়ী, কোম্পানিটির ৫০.৫৭ শতাংশ শেয়ার স্পন্সর ও পরিচালকদের হাতে রয়েছে। এছাড়া সরকারের কাছে রয়েছে ৯.৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১.৮৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৮.২৩ শতাংশ শেয়ার।

বাজার বিশ্লেষকদের মতে, ইউসিবির এই শেয়ার বিক্রির সিদ্ধান্ত মূলত তাদের বিনিয়োগ কৌশলে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অলাভজনক বা কম মুনাফাযোগ্য সম্পদ থেকে সরে এসে ইউসিবি মূল ব্যাংকিং কার্যক্রমে মনোযোগ দিতে চাইছে। তবে এই পরিমাণ বড় শেয়ার বিক্রির কারণে স্বল্পমেয়াদে শেয়ারবাজারে কিছুটা চাপ সৃষ্টি হতে পারে।

এদিকে, ন্যাশনাল হাউজিংয়ের জন্য এটি একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ইউসিবি মালিকানা তুলে নেওয়ার ফলে প্রতিষ্ঠানটিকে নতুন শেয়ারহোল্ডারদের সঙ্গে পথ চলতে হবে। উল্লেখ্য, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ধারাবাহিকভাবে ভালো ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানি হিসেবে পরিচিত। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত তারা প্রতি বছর ১৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। তবে চলতি বছর মুনাফা কমে যাওয়ায় ডিভিডেন্ড কমে দাঁড়িয়েছে ১০ শতাংশে।

Facebook Comments Box

Posted ১২:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com