নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ জুলাই ২০২১ | 618 বার পঠিত | প্রিন্ট
গত সপ্তাহে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- গ্রামীনফোন লিমিটেড (জিপি), সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল), পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রামীনফোন লিমিটেড (জিপি): ২০২১ অর্থবছরের জন্য ১২৫ শতাংশ অন্তর্র্বতীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ওই লভ্যাংশ ঘোষণা করা হয়। ঘোষিত লভ্যাংশ আলোচিত প্রান্তিকের শেয়ার প্রতি আয়ের (ইপিএস) ৯৭ শতাংশ।
অন্তর্র্বতী লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ আগস্ট।
চলতি হিসাববছরের প্রথমার্ধে গ্রামীণফোনের ইপিএস হয়েছে ১২ টাকা ৮৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ১৩ টাকা ৩০ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২১ টাকা ৮৮ পয়সা। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৬ টাকা ৯৮ পয়সা।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এর মধ্যে রয়েছে সমাপ্ত ২০২০ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং চলতি ২০২১ অর্থবছরের জন্য ২ শতাংশ অন্তবর্তী ডিভিডেন্ড।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগস্টের শেষ সপ্তাহে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০১ আগস্ট।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল): গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৩৪ পয়সা।
সর্বশেষ বছরে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি (ঝড়ষড় ঊচঝ) আয় হয়েছে টাকা পয়সা। আগের বছর এককভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল টাকা ১৬ পয়সা।
আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স: শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২১) শেয়ার প্রতি আয় হয়েছে ৪৮ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ২৫ পয়সা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ৩৩ টাকা ৪১ পয়সা। এর পরিমাণ গত বছর ছিলো ১৩ টাকা ১৪ পয়সা।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ জুলাই।
শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড : সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড। ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট সর্বশেষ বছরের জন্য ইউনিটহোল্ডাররা ২০ দশমিক ৫০ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ৩০ জুন, ২০২১ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ ডিভিডেন্ড পাবেন।
সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ২ টাকা ৮৮ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ১ টাকা ৯ পয়সা লোকসান ছিল।
শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আলোচ্য বছরে ফান্ডটির রিটার্ন ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের রিটার্নের চেয়ে প্রায় ৮ শতাংশ বেশি। গত অর্থবছরে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এর রিটার্ন ছিল ৫৪ দশমিক ২ শতাংশ। এই সময়ে শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডে ৬২ দশমিক ৫ শতাংশ রিটার্ন হয়েছে।
শেয়ারবাজার২৪
শেয়ার নিউজ, ১৬ জুলাই ২০২১
Posted ১১:৫৪ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুলাই ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.