রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আইপিও ও শেয়ারবাজার বিষয়ক সেমিনার আয়োজন করলো বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ | 147 বার পঠিত | প্রিন্ট

আইপিও ও শেয়ারবাজার বিষয়ক সেমিনার আয়োজন করলো বিএসইসি

প্রাথমিক গণপ্রস্তাব (IPO) ও শেয়ারবাজার সংশ্লিষ্ট নানা দিক নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ১৬ জুলাই দুপুর ৩টা ৩০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে এই সেমিনারের আয়োজন করা হয়। পরদিন বৃহস্পতিবার (১৭ জুলাই) কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন বিএসইসি’র সম্মানিত কমিশনার মো. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর এবং ফারজানা লালারুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কমিশনের নির্বাহী পরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক এবং সিএফডি ও সিএমআরআরসি বিভাগের কর্মকর্তারা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ফিন্যান্স বিভাগের খ্যাতিমান অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। তিনি তার উপস্থাপনায় শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া, আইপিওর সম্ভাবনা ও চ্যালেঞ্জ, পাবলিক ইস্যু রুলস ও সংশোধনীগুলো, বুক বিল্ডিং ও ফিক্সড প্রাইস পদ্ধতি, ডাচ ও ইংলিশ অকশন পদ্ধতি, ইলেকট্রনিক সাবস্ক্রিপশন, শেয়ার লক-ইন এবং আন্ডাররাইটারের ভূমিকা নিয়ে বিশ্লেষণ তুলে ধরেন।

বক্তব্যের এক পর্যায়ে কমিশনার মো. মোহসিন চৌধুরী অধ্যাপক মাহমুদ ওসমান ইমামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বলেন, “এই সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তারা প্রাসঙ্গিক বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান লাভ করেছেন, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।” তিনি ভবিষ্যতেও এ ধরনের দক্ষতাবর্ধক কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারের শেষে বিএসইসি’র পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, “একটি কার্যকর ও বিনিয়োগবান্ধব শেয়ারবাজার গঠনে বিএসইসি ধারাবাহিকভাবে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এই সেমিনার তারই অংশ।”

Facebook Comments Box

Posted ৮:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com