নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ | 191 বার পঠিত | প্রিন্ট
টেকসই ব্যাংকিং কার্যক্রম, সবুজ প্রকল্পে অর্থায়ন ও শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনার ভিত্তিতে দেশের ১০টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং দুটি আর্থিক প্রতিষ্ঠানকে ‘টেকসই আর্থিক প্রতিষ্ঠান’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সদ্য প্রকাশিত ‘২০২৪ সালের সাসটেইনেবল ফাইন্যান্স রিপোর্টে’ এ তথ্য উঠে এসেছে।
রিপোর্ট অনুযায়ী, শীর্ষ ১০ টেকসই ব্যাংক হলো—ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক।
উল্লেখযোগ্যভাবে, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, এমটিবি ও প্রাইম ব্যাংক গত বছরও তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছিল। তবে আগের বছরের তালিকায় থাকা এক্সিম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউসিবি ও উত্তরা ব্যাংক এবার তালিকা থেকে বাদ পড়েছে।
অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠান বা নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) শ্রেণিতে টানা দ্বিতীয়বারের মতো টেকসই প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স।
বাংলাদেশ ব্যাংক পাঁচটি সূচকের ভিত্তিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর রেটিং করে। সূচকগুলো হলো:
১. সাসটেইনেবল ফাইন্যান্স ইনডেক্স
২. করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রম
৩. সবুজ প্রকল্পে অর্থায়ন
৪. কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি ইনডেক্স
৫. ব্যাংকিং সার্ভিসেস কাভারেজ
এই পাঁচ সূচকের মধ্যে কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি এবং ব্যাংকিং সার্ভিসেস কাভারেজ সূচক দুটি মিলেই মোট স্কোরের প্রায় ৬০ শতাংশ ওজন রাখে।
মূল্যায়নের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়: নিট খেলাপি ঋণের হার, টায়ার-১ মূলধনের পরিমাণ, ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত, প্রভিশন রক্ষণাবেক্ষণ, সিএমএসএমই খাতে ঋণ বিতরণ, বড় ঋণ পোর্টফোলিওর এক্সপোজার, শাখা সংখ্যা, এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং হিসাব সংখ্যা।
বাংলাদেশ ব্যাংক ২০২০ সালে প্রথমবারের মতো সাসটেইনেবিলিটি রেটিং সিস্টেম চালু করে, যার লক্ষ্য ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমে পরিবেশগত, সামাজিক ও প্রশাসনিক (ইএসজি) বিষয়ের অন্তর্ভুক্তি নিশ্চিত করে টেকসই অর্থনীতির ভিত গড়ে তোলা।
Posted ১:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.