রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্যাংক হিসাব তলবের পর চাপে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ | 173 বার পঠিত | প্রিন্ট

ব্যাংক হিসাব তলবের পর চাপে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

শরিয়াভিত্তিক বৃহৎ বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ রক্ষায় মরিয়া হয়ে উঠেছেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ। কারণ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সম্প্রতি তার ও পরিবারের পাঁচ সদস্যের ব্যাংক হিসাব তলব করেছে। এই পদক্ষেপের পর থেকে তিনি ব্যাংক ও নীতিনির্ধারক মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

জানা গেছে, সোমবার (১৪ জুলাই) বিএফআইইউ দেশের সব ব্যাংকে চিঠি পাঠিয়ে ওবায়েদ উল্লাহ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, লকার, বন্ড, সঞ্চয়পত্র, কার্ড এবং পাঁচ লাখ বা তদূর্ধ্ব লেনদেনসংক্রান্ত সব তথ্য ১৫ জুলাইয়ের মধ্যে পাঠাতে বলেছে। এ তালিকায় রয়েছেন তার স্ত্রী মারজিনা বেগম (মুনমুন মাসুদ), দুই ছেলে জুন্নুন সাফওয়ান ও জুনায়েন জুলকার নায়েন তিয়ান এবং কন্যা তাসমিয়া তারান্নুম নাওমি।

সূত্র জানায়, যেকোনো ধরনের ব্যক্তিগত বা স্বার্থসংশ্লিষ্ট নামে পরিচালিত হিসাব, এমনকি বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টের তথ্যও জমা দিতে বলা হয়েছে। এই নজিরবিহীন পদক্ষেপ ব্যাংক খাতে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার প্রয়াস বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে নতুন পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়। একই দিনে ওবায়েদ উল্লাহ আল মাসুদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি এর আগে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তবে চেয়ারম্যান পদে তার স্থায়িত্ব নিয়ে সম্প্রতি প্রশ্ন উঠেছে। বিশেষ করে যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি দীর্ঘ সময় অপেক্ষা করেও দেখা না পেয়ে ফিরে যান, তখন গুঞ্জন আরও জোরদার হয়। গুঞ্জন রয়েছে, তাকে অপসারণের পরিকল্পনা নিয়ন্ত্রক মহলে চলমান।

এই পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান বলেছেন, “স্বচ্ছতা নিশ্চিতে ব্যাংক চেয়ারম্যানদের হিসাব তলব করা হচ্ছে। এটা সবার জন্যই প্রযোজ্য হবে। ব্যাংক খাতে সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করতে এটা সময়োপযোগী পদক্ষেপ।”

এদিকে, ব্যাংকটির পরিচালনা পর্ষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জোবায়দুর রহমানকে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাকে চেয়ারম্যান করা হতে পারে—এমন আলোচনার মধ্যেই বিক্ষোভে ফেটে পড়ে ওবায়েদ উল্লাহর সমর্থকরা। গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে তার পক্ষের শেয়ারহোল্ডার ও আমানতকারীরা জোবায়দুর রহমানের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন।

সর্বশেষ হিসাব তলবের ঘটনাটি ওবায়েদ উল্লাহ আল মাসুদের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে। ব্যাংক খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই তদন্ত ও পটপরিবর্তনের ঘটনাগুলো।

Facebook Comments Box

Posted ১২:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com