নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ জুলাই ২০২৫ | 147 বার পঠিত | প্রিন্ট
টেকভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত গড়ে তুলতে নীতিনির্ধারক ও ব্যাংকারদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই খাতের উন্নয়নে প্রযুক্তিনির্ভরতা বাড়ানো সময়ের দাবি। এসএমই উদ্যোক্তাদের জন্য একটি আধুনিক, কার্যকর ও ডিজিটাল তথ্যভান্ডার তৈরি করতে হবে।
বুধবার (২ জুলাই) রাজধানীতে এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন, “এসএমই খাতের অর্থায়ন এখনো বড় চ্যালেঞ্জ। উদ্যোক্তারা এখনও সহজে ব্যাংক ঋণ পান না, যদিও তারা নিয়মিতভাবে ঋণ পরিশোধ করেন। ব্যাংকার ও নীতিনির্ধারকদের এ বিষয়ে আরও সহযোগিতাপরায়ণ হতে হবে।”
তিনি আরও বলেন, “হার্ডকপি দিয়ে আর চলবে না, এসএমই উদ্যোক্তাদের একটি ডিজিটাল ডাটাবেজ গড়ে তুলতে হবে। এতে ঋণ প্রক্রিয়া সহজ হবে এবং মূল্যায়নও হবে কার্যকর। এসএমই খাত শক্তিশালী হলে দেশের অর্থনীতিতেও এর প্রতিফলন পড়বে।”
চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ব্যাংক খাত সংস্কারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে অর্থনীতির ভিত্তি আরও মজবুত হবে।
আইএমএফের ঋণ কিস্তি ছাড়ে বিলম্ব নিয়ে তিনি বলেন, এনবিআর বিভক্তি নিয়ে জটিলতার কারণে বৈঠক পেছানো হয়েছে। এনবিআর চেয়ারম্যানের পাঠানো চিঠিকে গুরুত্ব না দেওয়ায় তাকে ব্যাখ্যা দিতে হয়েছে।
ড. সালেহউদ্দিন আরও বলেন, “অর্থনীতিতে এসএমই খাতের অবদান অনেক। প্রযুক্তির মাধ্যমে এই খাতকে আধুনিকীকরণ করতে হবে, বিশেষ করে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে এর গুরুত্ব আরও বেশি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুসাফিকুর রহমান। ইআরএফ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী, ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা ও মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ২১ জন সাংবাদিককে ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হয়। জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজমুল হুসাইন এ বছর পুরস্কারপ্রাপ্তদের একজন।
প্রয়োজনে সংক্ষিপ্ত সংস্করণ, সোশ্যাল মিডিয়া পোস্ট বা ইনফোগ্রাফিক উপস্থাপনাও তৈরি করে দিতে পারি। জানাতে পারেন।
Posted ৮:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০২ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.