রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাংবাদিকদের ইতিবাচক ভূমিকায়ই ফিরবে বাজারের আস্থা: ডিবিএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ জুন ২০২৫ | 202 বার পঠিত | প্রিন্ট

সাংবাদিকদের ইতিবাচক ভূমিকায়ই ফিরবে বাজারের আস্থা: ডিবিএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সাংবাদিকদের ইতিবাচক ও তথ্যনির্ভর লেখনির গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, “সাংবাদিকদের ইতিবাচক ভূমিকায়ই ফিরবে বাজারের আস্থা।”

সোমবার (৩০ জুন) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘ফল উৎসব ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “গত ১৫ বছরে পুঁজিবাজারে যত অনিয়ম ঘটেছে, তা সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন সিএমজেএফ-এর সাংবাদিকরা। তারা সবসময় বাজারের মঙ্গল চেয়েছেন এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কাজ করেছেন।”

সাইফুল ইসলাম আরও বলেন, “অনেকেই প্রশ্ন করেন, বাজার কবে ঘুরে দাঁড়াবে? আমি মনে করি, দায়িত্বশীল সাংবাদিকতা এবং ইতিবাচক সংবাদ পরিবেশনার মাধ্যমেই এই বাজারে আস্থা ফিরবে। বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ সৃষ্টি হবে।”

তিনি বলেন, “বাজার ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাস অর্জন। আর সেই বিশ্বাস ফিরিয়ে আনতে পারে কেবল দায়িত্বশীল, তথ্যভিত্তিক ও আশাব্যঞ্জক সাংবাদিকতা।”

সাম্প্রতিক সময়ের সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, “গত নয় মাস ধরে সিএমজেএফ সবসময় ডিবিএ’র পাশে থেকেছে। বাজারের স্বার্থে আমরা এক ও অভিন্ন। আমাদের মধ্যে আত্মিক সম্পর্ক রয়েছে।”

ডিবিএ সভাপতি আরও জানান, বাজারসংশ্লিষ্ট যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তারা সিএমজেএফের নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন। কারণ, সাংবাদিকদের বিশ্লেষণ ও দৃষ্টিভঙ্গি বাজারের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে।

দেশীয় ফলকে কেন্দ্র করে আয়োজিত উৎসব সম্পর্কে তিনি বলেন, “ফল উৎসব যেমন আমাদের আনন্দ দেয়, তেমনি বাজারে ভালো কোম্পানি আসলে বিনিয়োগকারীরাও ভালো ফল পাবেন। তবে দুর্বল কোম্পানিগুলো বাজারে এলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব নয়।”

হাস্যরসের ছলে তিনি বলেন, “পেরাভান্ডার, মাতৃভাণ্ডার, শীতল ভাণ্ডার– এসব প্রতিষ্ঠানের কোনো শাখা নেই, মালিক নিজে দাঁড়িয়ে ব্যবসা করেন। তেমনি আমাদের বাজারেও দায়বদ্ধতা ও উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।” আগামী বছর ফল উৎসবের পাশাপাশি ‘রসমালাই উৎসব’ আয়োজনের প্রতিশ্রুতিও দেন তিনি।

অনুষ্ঠানে সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসই পরিচালক ও বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন।

ইমন বলেন, “গত ১৫ বছর ধরে সাংবাদিকরা পুঁজিবাজার বিষয়ে অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন। আইপিও নিয়ে অনিয়মসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সাহসিকতার সঙ্গে তথ্য প্রকাশ করেছেন, যা বাজারকে শুদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মোহাইমিনুল ইসলাম বলেন, পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। সিএমজেএফকে তিনি এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসইর সাবেক পরিচালক আনোয়ার হোসেন, ডিবিএ সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ, পরিচালক দিদার গনি প্রমুখ।

সবার অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠা এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের মৌসুমি ফল পরিবেশন করা হয়। উচ্ছ্বসিত আমেজে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

Posted ১:৫৮ অপরাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com