নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৩ জুন ২০২৫ | 236 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড–এর ভবিষ্যৎ কার্যক্রম অব্যাহত রাখা নিয়ে গুরুতর শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। ২০২৩-২৪ অর্থবছরের ৩০ জুন সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে কোম্পানির কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার সক্ষমতা নিয়ে সংশয়ের কথা।
এই প্রেক্ষাপটে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কোম্পানিটির ব্যবসা কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দিয়েছে।
বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালকের বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে—নিরীক্ষকের মতামতের ভিত্তিতে কোম্পানির সামগ্রিক ব্যবসা যাচাই করা জরুরি।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০-এর রুল ১৭ এবং ডিএসই (লিস্টিং) রেগুলেশন, ২০১৫-এর রেগুলেশন ৫৪(১) অনুসারে, ৩০ কর্মদিবসের মধ্যে কোম্পানির পরিদর্শন শেষ করে পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন বিএসইসিতে জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটি যে বিষয়গুলো পর্যালোচনা করবে, তার মধ্যে রয়েছে:
২০২৩-২৪ অর্থবছরে ১০৪ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯১০ টাকা লোকসান
২৬ কোটি ৮৪ লাখ ৭৪ হাজার ৭৫১ টাকা ঋণ পরিশোধে ব্যর্থতা
কোম্পানির টিকে থাকার সক্ষমতা নিয়ে নিরীক্ষকের উদ্বেগ
এবং চলমান পরিস্থিতিতে ভবিষ্যৎ ঝুঁকি নিরূপণ।
এছাড়া, প্রাইম ব্যাংক লিমিটেডের মতিঝিল শাখা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শ্যামলী শাখায় কোম্পানির ব্যাংক হিসাব ও আমানতের সত্যতা যাচাই করাও তদন্তের অংশ হবে।
সর্বশেষ ৩০ জুন ২০২৪ পর্যন্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ৩৫ পয়সা, আর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য কমে এসেছে ৭ টাকা ০৬ পয়সা।
২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস বর্তমানে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এর মোট পরিশোধিত মূলধন ১১৯ কোটি ৮০ লাখ ৮৪৪ টাকা, এবং শেয়ারের সংখ্যা ১১ কোটি ৯৮ লাখ ৮৪৪টি।
২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত কোম্পানির:
উদ্যোক্তাদের কাছে রয়েছে ৭.৬৭% শেয়ার
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬.২০%
এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৮৬.১৩% শেয়ার।
Posted ২:০৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.