বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ জুন ২০২৫ | 380 বার পঠিত | প্রিন্ট

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের অন্যতম শীর্ষ কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৪ সালের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৭৩তম সভা রবিবার, ১ জুন ২০২৫, সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি এই লভ্যাংশের সুপারিশ করা হয়।

এই ঘোষণার মাধ্যমে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের আস্থার প্রতিফলন ঘটিয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। কোম্পানিটির ধারাবাহিকভাবে সুশাসন, আর্থিক স্থিতিশীলতা এবং গ্রাহক সেবার মানোন্নয়নের কারণে এ ধরনের লভ্যাংশ দেওয়া সম্ভব হয়েছে।

৩৯তম বার্ষিক সাধারণ সভার (AGM) তথ্য:
তারিখ: শনিবার, ২৬ জুলাই ২০২৫

সময়: সকাল ১১:০০টা

স্থান: ভার্চুয়ালি, ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে

রেকর্ড তারিখ: সোমবার, ৩০ জুন ২০২৫

AGM-এ অংশগ্রহণ ও লভ্যাংশ পাওয়ার শর্তাবলি:
যেসব শেয়ারহোল্ডারের নাম ৩০ জুন ২০২৫ তারিখে ডিপোজিটরি রেজিস্টার বা শেয়ার রেজিস্টারে থাকবে, তারা উক্ত AGM-এ অংশগ্রহণ এবং ঘোষিত লভ্যাংশ প্রাপ্তির যোগ্য হবেন।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. বিও আইডি (BO ID) ধারকদের জন্য:
শেয়ারহোল্ডারদের ১২ ডিজিটের ই-টিআইএন (e-TIN), ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ঠিকানা, ই-মেইল ও মোবাইল নম্বর যথাযথভাবে তাদের ডিপোজিটরি পার্টিসিপ্যান্ট (DP)-এর মাধ্যমে রেকর্ড তারিখের আগেই হালনাগাদ করতে বলা হয়েছে।

২. ফোলিও নম্বরধারীদের জন্য:
যেসব শেয়ারহোল্ডার এখনো ফোলিও সিস্টেমে রয়েছেন, তাদেরকে ই-মেইল, মোবাইল নম্বর এবং ১২ ডিজিটের ই-টিআইএন ডেল্টা লাইফের শেয়ার বিভাগে জমা দিতে বলা হয়েছে।

যাদের ই-টিআইএন থাকবে না, তাদের ক্ষেত্রে উৎসে কর ১৫ শতাংশ হারে কেটে রাখা হবে, যেখানে ই-টিআইএন ধারীদের জন্য কর হার ১০ শতাংশ।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ১৯৮৬ সালে যাত্রা শুরু করে এবং ১৯৯৫ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানটি ব্যক্তিগত, পারিবারিক এবং ক্ষুদ্র বিমা খাতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিগত বছরগুলোতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডারদের জন্য স্থিতিশীল লভ্যাংশ প্রদান করে আসছে।

এই ঘোষণা বাজারে ডেল্টা লাইফের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, কোম্পানিটির ব্যবস্থাপনা, আর্থিক স্বচ্ছতা ও রেগুলেটরি কমপ্লায়েন্সের ফলে ভবিষ্যতেও এমন ইতিবাচক ধারা বজায় থাকবে।

Facebook Comments Box

Posted ১১:৫৮ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com