নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ | 283 বার পঠিত | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক পিএলসি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯ মে অনুষ্ঠিত বৈঠকে ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ১ টাকা ৯ পয়সা, যেখানে আগের বছরে এটি ছিল ৩ টাকা ৩৭ পয়সা।
এছাড়া আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (OCFPS) ছিল মাইনাস ৪ টাকা ৫৫ পয়সা, যা আগের বছরে ছিল মাইনাস ৪ টাকা ৮৯ পয়সা।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমন্বিতভাবে প্রতি শেয়ারে নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২১ টাকা ৭৩ পয়সা।
প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে আগামী ১৪ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে, আর এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুলাই।
লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত বিনিয়োগকারীদের জন্য কিছুটা হতাশাজনক হলেও, ব্যাংকের আয় ও নগদ প্রবাহে অব্যাহত চাপে এ সিদ্ধান্ত অনিবার্য বলে বিশ্লেষকদের অভিমত।
Posted ১০:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.