নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ মে ২০২৫ | 239 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক পিএলসি ২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আয় বৃদ্ধির ইতিবাচক চিত্র উপস্থাপন করেছে। কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৬১ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৬ শতাংশ বেশি। উল্লেখ্য, আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ৩৯ পয়সা।
প্রথম প্রান্তিক শেষে, অর্থাৎ ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত ওয়ান ব্যাংকের শেয়ার প্রতি সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২২ টাকা ৭৫ পয়সা।
ব্যাংকটির মুনাফা বৃদ্ধির এ ধারা বিনিয়োগকারীদের মধ্যে আস্থার বার্তা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও সাম্প্রতিক সময়ের নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করে এ ধরনের আয় প্রবৃদ্ধি ব্যাংক খাতের জন্য স্বস্তির খবর বলেও অনেকে মনে করছেন।
Posted ৭:১৪ অপরাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.