নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ | 209 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ২০২৪ সালের অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ারপ্রতি লোকসান (EPS) হয়েছে ৪৮ টাকা ৭৩ পয়সা, যা আগের বছরের ৪২ টাকা ৫২ পয়সা লোকসানের তুলনায় আরও বেড়েছে।
তবে আলোচ্য বছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (OCFPS) কিছুটা ইতিবাচক হয়েছে। এ বছর কোম্পানির ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২৮ পয়সা, যেখানে আগের বছর তা ছিল মাইনাস ১ টাকা ৫৬ পয়সা।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ (NAVPS) দাঁড়িয়েছে ৮২ টাকা ১ পয়সা।
কোম্পানির ঘোষিত ‘নো ডিভিডেন্ড’ প্রস্তাবসহ অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট সকাল ১১টায়, হাইব্রিড (ভার্চুয়াল ও ফিজিক্যাল উভয়) পদ্ধতিতে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।
Posted ৮:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.