নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ মে ২০২৫ | 173 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক ও বিমা খাতের চারটি প্রতিষ্ঠান—ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্স—২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২০২৫ সালের প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ১৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭ পয়সা।
নগদ অর্থপ্রবাহ (ক্যাশ ফ্লো) বেড়ে হয়েছে ১২ টাকা ১৮ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ১৪ পয়সা।
প্রান্তিক শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৩ পয়সা।
ব্যাংকটির প্রথম প্রান্তিকের ইপিএস অপরিবর্তিত থেকে ৬৮ পয়সা হয়েছে।
নগদ অর্থপ্রবাহ কিছুটা কমে হয়েছে ১০ টাকা ৫৯ পয়সা, আগের বছর যা ছিল ১০ টাকা ৬১ পয়সা।
শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩৩ পয়সা।
প্রতিষ্ঠানটির ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ৬৩ পয়সা, যা আগের বছর ছিল ৫৮ পয়সা।
তবে নগদ অর্থপ্রবাহ ছিল মাইনাস ৬ পয়সা, আগের বছর ছিল মাইনাস ৫ পয়সা।
শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫০ টাকা ৫২ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমে ৩৩ পয়সা হয়েছে, আগের বছর যা ছিল ৪২ পয়সা।
নগদ অর্থপ্রবাহ ছিল ৩২ পয়সা, যা আগের বছর ছিল ৩৪ পয়সা।
প্রান্তিক শেষে এনএভি দাঁড়িয়েছে ১৪ টাকা ২৮ পয়সা।
Posted ১১:৩৭ অপরাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.