শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আইসিবির ৩ হাজার কোটি টাকার তহবিল ব্যবহারের তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | 180 বার পঠিত | প্রিন্ট

আইসিবির ৩ হাজার কোটি টাকার তহবিল ব্যবহারের তথ্য প্রকাশ

শেয়ারবাজারে বিনিয়োগ এবং উচ্চ সুদে নেয়া ঋণ পরিশোধে সহায়তার লক্ষ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে ৩ হাজার কোটি টাকার তহবিল সরবরাহ করেছিল বাংলাদেশ ব্যাংক। এই তহবিল ব্যবহারের বিস্তারিত তথ্য সোমবার (২৮ এপ্রিল) আইসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তহবিলের যথাযথ ব্যবস্থাপনার জন্য আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে বোর্ডের দুই পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়।

কমিটির তত্ত্বাবধানে, সরকার ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির সিকিউরিটিজে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

এছাড়া, ২ হাজার কোটি টাকা উচ্চ সুদের ঋণ পরিশোধে ব্যবহার করা হয়েছে, যা বিভিন্ন ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং কর্পোরেট সংস্থার কাছে পূর্বে নেয়া হয়েছিল। আইসিবি জানায়, এ পদক্ষেপের মাধ্যমে শেয়ারবাজারে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:১০ অপরাহ্ণ | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com