নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ জুলাই ২০২১ | 321 বার পঠিত | প্রিন্ট
আগামীকাল নির্ধারণ করা হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডের ডিভিডেন্ড। কারণ রেকর্ড ডেটের কারণে আগামীকাল এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। অর্থাৎ আগামীকাল নির্ধারণ হবে কতজন বিনিয়োগকারী এ কোম্পানির ঘোষিত ডিভিডেন্ড পাবেন। এর আগে ৮ জুলাই এবং গতকাল স্পট মার্কেটে এ কোম্পানির শেয়ার লেনদেন হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক লিমিটেড। এর আগের অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় ৫০ শতাংশ ডিভিডেন্ড কমেছে।
ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে আগামী ২৭ মে ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এদিকে ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ আইএফআইসি ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৭০ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৭৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ১৮ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৮ টাকা ০২ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ৭:২৯ অপরাহ্ণ | সোমবার, ১২ জুলাই ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.