রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

প্রিমিয়ার ব্যাংককে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ এপ্রিল ২০২৫ | 150 বার পঠিত | প্রিন্ট

প্রিমিয়ার ব্যাংককে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার হুঁশিয়ারি

একটি রুগ্ন পোশাক কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য প্রণোদনার টাকা ছাড়করণের পর ‘লোন অ্যাডজাস্টমেন্ট’ এর নামে সেই টাকা আটকে রেখেছে প্রিমিয়ার ব্যাংক। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছে প্রণোদনার অর্থ ছাড় করতে। এ অবস্থায় প্রণোদনার অর্থ সংশ্লিষ্ট কারখানাকে প্রদান করার জন্য প্রিমিয়ার ব্যাংকের প্রতি আহবান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন, বোনাসসহ অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।

শ্রম উপদেষ্টা বলেন, ঈদের আগে টিএনজেড গ্রুপের অ্যাপারেল ইকো নামে একটি কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার স্বার্থে বাংলাদেশ ব্যাংক থেকে প্রণোদনার টাকা ছাড় করার ব্যবস্থা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। কিন্তু প্রিমিয়ার ব্যাংক ‘লোন অ্যাডজাস্টমেন্ট’ এর নামে ওই টাকা ধরে রেখেছে।

তিনি বলেন, “প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বলবো, আপনি এই টাকাটা মুক্ত করুন। বাংলাদেশ ব্যাংক থেকে প্রণোদনার টাকা এসেছে, এখানে লোন অ্যাডজাস্ট করার কোনো নিয়ম নেই। এতদিন আপনি লোন দিয়েছেন, তখন ভাবেননি। এখন এটাকে শ্রমিকের টাকা হিসেবে দেখুন। যদি টাকা না দেন, তাহলে আপনার ও আমার অবস্থাও খারাপ হবে।”

উপদেষ্টা সতর্ক করে বলেন, ব্যাংক, শাখা এবং ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, যদি প্রিমিয়ার ব্যাংক টাকা না দেয়, তাহলে এটি সরকারের বিরুদ্ধে কাজ করার মতো হবে।

Facebook Comments Box

Posted ২:৫৪ অপরাহ্ণ | বুধবার, ০২ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com