নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ জুলাই ২০২১ | 456 বার পঠিত | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে ৫ টাকা ১০ পয়সা বা ১৬.৬৭ শতাংশ কমে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে মুন্নু ফেব্রিক্স। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে মুন্নু ফেব্রিক্সের দর ছিল ৩০ টাকা ৬০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৫ টাকা ৫০ পয়সায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১২ কোটি ৮৯ লাখ ৬ হাজার টাকা। প্রদিনি গড়ে রেনদেন হয়েছে ৩ কোটি ২২ লাখ ২৬ হাজার ৫০০ টাকার।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে ছিল এনআরবিসি ব্যাংক। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির দর কমেছে ১২.৪৬ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির মোট ৪৫ কোটি ৮ লাখ ৫৯ হাজার টাকার। প্রতিদিন গড়ে ১১ কোটি ২৭ লাখ ১৪ হাজার ৭৫০ টাকার।
বিদায়ী সপ্তাহে ১১.৮৯ শতাংশ দর কমে ডিএসইতে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে অগ্রণী ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ১৫ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ৩ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকার।
ডিএসইতে লুজার তালিকার শীর্ষ তালিকায় অবস্থান করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ইসলামী লাইফের ১১.৫৪ শতাংশ, পূরবী জেনারেলের ৯.৬৩ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ১০.৫২ শতাংশ, প্রগতি লাইফের ৯.৬৩ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৯.২৩ শতাংশ এবং ফেডারেল ইন্সুরেন্সের ৯.০২ শতাংশ দর কমেছে।
নিচে ডিএসইর গেইনার তালিকা দেয়া হলো-
Top 10 loser companies by closing price of all companies
| SI No. |
Name of securities | Category | % Change | Deviation %
(High & Low) |
Turnover in Tk. value in Tk. |
Value Daily avg.value in Tk. |
| 1 | Monno Fabrics Limited | Z | (16.67) | 20.48 | 128,906,000 | 32,226,500 |
| 2 | NRB Commercial Bank Limited | N | (12.46) | 21.38 | 450,859,000 | 112,714,750 |
| 3 | Agrani Insurance Co Ltd. | A | (11.89) | 16.58 | 153,680,000 | 38,420,000 |
| 4 | Prime Islami life Insurance Ltd. | A | (11.54) | 21.20 | 34,135,000 | 8,533,750 |
| 5 | Purabi Gen. Insurance Company Ltd. | A | (10.98) | 20.00 | 222,219,000 | 55,554,750 |
| 6 | Global Insurance Co. Ltd. | A | (10.52) | 16.39 | 106,877,000 | 26,719,250 |
| 7 | Pragati Life Insurance Ltd. | A | (9.63) | 16.77 | 56,115,000 | 14,028,750 |
| 8 | Crystal Insurance Company Limited | N | (9.29) | 13.31 | 101,414,000 | 25,353,500 |
| 9 | Trust Bank Ltd. | A | (9.23) | 16.08 | 99,522,000 | 24,880,500 |
| 10 | Federal Insurance Company Ltd. | B | (9.02) | 16.25 | 125,027,000 | 31,256,750 |
শেয়ারবাজার২৪
Posted ১:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১
sharebazar24 |
.
.