রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এস আলম ও তার পরিবারের ১১ সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ মার্চ ২০২৫ | 116 বার পঠিত | প্রিন্ট

এস আলম ও তার পরিবারের ১১ সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের ১১ সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। ৪ মার্চ ঢাকার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- বেলাল আহমেদ, ফসিহল আলম, সাজেদা বেগম, মাহমুদুল আলম, মো. মোস্তান বিল্লাহ আদিল, আতিকুর জেনি, লুৎফুন নাহার, আলহাজ চেমন আরা বেগম, মায়মুনা খানম, বদরুননেসা আলম ও শারমিন ফাতেমা।

দুদকের আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানিয়েছেন, এস আলম গ্রুপের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। এই সময়ে অভিযুক্তরা যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন, যা তদন্তের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।

এর আগে, গত ৩০ জানুয়ারি এস আলম পরিবারের নামে থাকা ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকার ১৭৫ বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়। ১৪ জানুয়ারি একই আদালত তাদের ২০০ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দেয়। এছাড়া ১৬ জানুয়ারি এস আলম পরিবারের ২৪টি কোম্পানির ৩২ কোটি ১০ লাখ ১৯ হাজার ৪৭৮টি শেয়ার জব্দ করা হয়, যার মূল্য প্রায় ৩ হাজার ৫৬৩ কোটি টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:২১ অপরাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com