সোমবার ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ মার্চ ২০২৫ | 122 বার পঠিত | প্রিন্ট

সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহি পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। ৪ মার্চ, ২০২৫ তারিখে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত একটি আদেশে তাকে এই অবসর দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিএসইসি’র চাকরির বিধিমালা ৬৩ ধারা অনুযায়ী তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আরো জানা গেছে, এটি একটি প্রথম ঘটনা হলেও, এ তালিকা সামনে আরও বাড়তে পারে।

গত বছর ২২ আগস্ট খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে বিএসইসি দায়িত্ব গ্রহণের পর সাইফুর রহমানকে ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ থেকে আরঅ্যান্ডডি বিভাগের দায়িত্ব দেওয়া হয়, যার মাধ্যমে মূলত তাকে এক প্রকার ওএসডি (অফিস স্টেশনড) করা হয়েছিল। এরপর ৯ সেপ্টেম্বর সাইফুর রহমানকে সেই দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় এবং এরপর থেকে তিনি অফিসে আসলেও কোন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেননি।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:১৩ অপরাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com