নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | 403 বার পঠিত | প্রিন্ট
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ১৩টি কোম্পানির রয়েছে। এর মধ্যে অক্টোবর-ডিসেম্বর’২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ৩৫টি কোম্পানি। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ১৩টি কোম্পানির। একই সময়ে আয় বেড়েছে ১৩টি, লোকসানে ১২টি এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আয় কমে যাওয়া কোম্পানিগুলো হলো- ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি, বিএসআরএম স্টিলস লিমিটেড, বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম), জিপিএইচ ইস্পাত লিমিটেড, ন্যাশনাল টিউবস, নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড এবং কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেড।
ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। গত বছরও একই সময়ে আয় হয়েছিল ৪১ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৪০ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৮ পয়সা। গত অর্থবছর একই সময়ে আয় ছিল ১ টাকা ১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৯৬ পয়সা।
বিএসআরএম স্টিলস লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ২ টাকা ৯০ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৪৯ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাইুডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৬৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ১১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে টাকা ৮১ টাকা ৪৫ পয়সা।
বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম): দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ৪ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ১ টাকা ৪৮ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাইুডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ২৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে টাকা ১৫২ টাকা ৯৪ পয়সা।
জিপিএইচ ইস্পাত লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৬৬ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ১৫ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫২ টাকা ৭১ পয়সা।
ন্যাশনাল টিউবস : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫১ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ২৭ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাইুডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে টাকা ১৩৬ টাকা ৬৪ পয়সা।
নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। গত অর্থবছর একই সময়ে ২২ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ১০ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিলো ৭১ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৭ পয়সা।
মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড : চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৬ পয়সা। গত বছরও একই সময়ে আয় হয়েছিল ৭৪ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৪৮ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪০ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৪৬ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৫ টাকা ৪৩ পয়সা।
কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১৯ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৬৮ পয়সা।
অপরদিকে, ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৭ পয়সা । গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৪ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৯৫ টাকা ৮৪ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ৮:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.