বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ফোর্সড সেল বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত টাস্কফোর্সের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | 181 বার পঠিত | প্রিন্ট

ফোর্সড সেল বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত টাস্কফোর্সের

বিনিয়োগকারীদের সার্থে ফোর্সড সেল বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে শেয়ারবাজার উন্নয়নে গঠিত টাস্কফোর্স।
শেয়ারবাজারে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনে সময়মতো ফোর্সড সেলের পদক্ষেপ না নিলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে হবে। শেয়ারবাজার উন্নয়নে গঠিত টাস্কফোর্স এমন সুপারিশ করেছে।

সম্প্রতি টাস্কফোর্স মার্জিন ঋণসংক্রান্ত বিধিবিধানে তাদের প্রস্তাব জমা দিয়েছে, যেখানে এই সুপারিশ করা হয়েছে। বর্তমানে শেয়ারের দরপতনের কারণে কোনো ঋণগ্রহীতার পোর্টফোলিও ভ্যালু ১২৫ শতাংশে নেমে এলে ফোর্সড সেলের মাধ্যমে ঋণ সমন্বয়ের বিধান রয়েছে।

টাস্কফোর্সের সদস্যরা বলছেন, কোনো ঋণদাতা প্রতিষ্ঠান এই বিধান কার্যকর করতে ব্যর্থ হলে এবং এর ফলে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হলে, সেই ক্ষতির দায় ঋণদাতা প্রতিষ্ঠানকে নিতে হবে।

এই সুপারিশের কারণ হিসেবে টাস্কফোর্স জানায়, সময়মতো ফোর্সড সেল করা গেলে বিনিয়োগকারীর কিছু অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকে। কিন্তু তা না করা হলে বিনিয়োগকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হন। তাই বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য এই বিধানের সুপারিশ করা হয়েছে।

গত মঙ্গলবার টাস্কফোর্স তাদের সুপারিশ বিএসইসির চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়। সুপারিশে শেয়ারের বিপরীতে ঋণসুবিধার বিষয়ে বিভিন্ন প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ১০ লাখ টাকার কম বিনিয়োগকারীদের ঋণসুবিধা না দেওয়া।

তবে বিনিয়োগকারীরা বলছেন, এই সুপারিশ বাস্তবায়ন হলে প্রকারান্তরে বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হবে এবং শেয়ারবাজারের মন্দাভাব আরও খারাপ পরিস্থিতির দিকে ধাবিত হবে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com