বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শেয়ারবাজারের টানা দরপতন রোধে বিনিয়োগকারীদের ১১ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | 221 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারের টানা দরপতন রোধে বিনিয়োগকারীদের ১১ দফা দাবি

দেশের শেয়ারবাজারের টানা দরপতন রোধে ১১ দফা দাবি জানিয়েছে বিনিয়োগকারীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো ভবনের সামনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) ব্যানারে শেয়ারবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা রাজধানীর মতিঝিলে সমাবেশ করছেন। সমাবেশে হাজারের বেশি বিনিয়োগকারী অংশ নেন।

বিনিয়োগকারীরা শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে ১১ দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য

বিনিয়োগকারীদের ১১ দাবি হলো-

১. বিএসইসি ও আইসিবি চেয়ারম্যানের অপসারণ: দ্রুত তাদের অপসারণ করে নতুন যোগ্য চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে শেয়ারবাজার বাঁচাতে হবে।

২. গেইন-ট্যাক্স বাতিল: বর্তমান মার্কেট পরিস্থিতির কারণে গেইন-ট্যাক্স সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে।

৩. অযাচিত হস্তক্ষেপ বন্ধ: বাজারে অযাচিত হস্তক্ষেপ (যেমন: তদন্ত, অসময়ে জেড গ্রুপে প্রেরণ) বন্ধ করতে হবে।

৪. জেড ক্যাটাগরি নীতিমালা সংস্কার: তালিকাভুক্ত কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানোর বিধান পুনর্বিবেচনা করতে হবে, কারণ এতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন।

৫. ন্যূনতম ৫০ শতাংশ ডিভিডেন্ড: কোম্পানিগুলোকে তাদের আয়ের অন্তত ৫০ শতাংশ ডিভিডেন্ড প্রদান করতে বাধ্য করতে হবে।

৬. সম্পূর্ণ বিনিয়োগ নিশ্চিতকরণ: ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ফান্ড ও আইসিবির শেয়ারবাজারে বিনিয়োগ শতভাগ কার্যকর করতে হবে।

৭. সংস্কারের অগ্রগতি প্রকাশ: টাস্ক ফোর্সের সংস্কারগুলো দ্রুত মিডিয়ার মাধ্যমে বিনিয়োগকারী ও সংশ্লিষ্টদের জানাতে হবে।

৮. ন্যূনতম শেয়ার ধারণ: কোম্পানিগুলোকে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের নিয়ম অবিলম্বে কার্যকর করতে হবে।

৯. মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগ: বিএসইসি’র মাধ্যমে অন্তত ১০টি মিউচ্যুয়াল ফান্ডকে দ্রুত বাজারে বিনিয়োগে আনতে হবে।

১০. বোর্ড পুনর্গঠন: তালিকাভুক্ত কোনো কোম্পানি পরপর দুই বছর লভ্যাংশ দিতে ব্যর্থ হলে তাদের বোর্ড পুনর্গঠন করতে হবে।

১১. ফোর্স সেল বন্ধ: বিনিয়োগকারীদের সুরক্ষায় ফোর্স সেল বন্ধ করতে হবে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৫৯ অপরাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com