মঙ্গলবার ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সকলের কাছে তথ্য প্রাপ্তি নিশ্চিতে কাজ করছি : বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ | 145 বার পঠিত | প্রিন্ট

বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সকলের কাছে তথ্য প্রাপ্তি নিশ্চিতে কাজ করছি : বিএসইসি চেয়ারম্যান

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিমনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, বর্তমানের চতুর্থ শিল্পবিপ্লবের যুগে তথ্য একটা প্রধান চালিকা শক্তি হিসেবে বিদ্যামান। আমরা তথ্যের অবাধ প্রবাহ বৃদ্ধি করে শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সকলের কছে তথ্য প্রবাহ বা তথ্য প্রাপ্তি নিশ্চিতে কাজ করছি।

বুধবার (০১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসি ভবনে ‘এক্সচেঞ্জসমূহেরওয়েবসাইটে তালিকাভুক্ত কোম্পানিসমূহের আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাস সংক্রান্ত তথ্যাদি প্রকাশ’ উদ্বোধন করে তিনি এ কথ্য বলেন। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারী তালিকাভুক্ত কোম্পানিসমূহের বিষয়ে আরো বেশি তথ্য পাবেন এবং আরো ভালো বিনিয়োগ পরিকল্পনা করতে সক্ষম হবেন। এই কার্যক্রমকে প্রথম ধাপ উল্লেখ করে পরবর্তীতে এই ক্ষেত্রে আরো উন্নয়ন করা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, দেশের দুই এক্সচেঞ্জ সমূহের ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিসমূহের আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাস সংক্রান্ত তথ্যাদি প্রকাশের কার্যক্রম খুবই ভালো একটি উদ্যোগ।

খন্দকার রাশেদ মাসসুদ বলেন, আগামীতে উক্ত কার্যক্রমের মাধ্যমে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা উপকৃত হবেন এবং দেশের শেয়ারবাজারে এটি সুফল বয়ে আনবে। শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিসমূহের আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাস সংক্রান্ত তথ্যাদি বিনিয়োগকারীদের বিনিয়োগ পরিকল্পনায় কাজে আসার পাশাপাশি শেয়ারবাজার বিষয়ক গবেষণা কিংবা রিপোর্টিংয়েও কাজে আসবে। একই সাথে বিএসইসি এবং এক্সচেঞ্জসমূহের বজার মনিটরিংসহ অন্যান্য কাজেও উক্ত তথ্যাদি কাজে আসবে। দেশের শেয়ারবাজারের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে আগামীতেও এ ধরণের আরো অনেক কার্যক্রম ও উদ্যোগ পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) শীর্ষ কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিসমূহের আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাস সংক্রান্ত তথ্যাদি প্রকাশের ক্ষেত্রে শুধু ডিএসইর ওয়েবসাইটেই লক্ষাধিক নতুন তথ্য দেওয়া হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:০২ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com