বুধবার ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

মেধাভিত্তিক শেয়ারবাজার গড়তে কাজ করছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ | 123 বার পঠিত | প্রিন্ট

মেধাভিত্তিক শেয়ারবাজার গড়তে কাজ করছে বিএসইসি

বিএসইসি মেধাভিত্তিক শেয়ারবাজার গড়তে কাজ করছে বলে জানিয়েছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

শেয়ারবাজারে নিরীক্ষকদের কাজ বিশেষ গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, নিরীক্ষকদের দায়িত্বশীল ভূমিকা তালিকাভুক্ত কোম্পানিগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি করে শেয়ারবাজারে স্থিতিশীলতা ও শৃঙ্খলা আনতে কার্যকরী ভূমিকা রাখবে।

তিনি শেয়ারবাজারের উন্নয়ন ও সংস্কারে নিরীক্ষা সংস্থা ও নিরীক্ষা প্রতিষ্ঠানকে নিজ অব্স্থান থেকে যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানান।

সোমবার (২৮ অক্টোবর) শেয়ারবাজারের সার্বিক উন্নয়ন ও সংস্কারের বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর শীর্ষ প্রতিনিধিদের মতবিনিময় সভায় তিন এসব কথা বলেন।

সভায় বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ছাড়াও কমিশনার মোঃ আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ ও কর্মকার্তাবৃন্দ এবং আইসিএবির সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দীন, সাবেক সভাপতি দেওয়ান নুরুল ইসলাম, সহ-সভাপতি এমবিএম লুৎফুল হাদী, সিইও শুভাশীষ বোস উপস্থিত ছিলেন।

খন্দকার রাশেদ মাকসুদ শেয়ারবাজারকে অর্কেস্ট্রার সাথে তুলনা করে বলেন, নিয়ন্ত্রক সংস্থা, এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি, বিনিয়োগকারী, বাজার মধ্যস্ততাকারী প্রতিষ্ঠানসমূহসহ সকল অংশীজনদের মাধ্যমেই বাজার পরিচালিত হয়।

তিনি বলেন, দেশের শেয়ারবাজারকে ভালো অবস্থানে নিয়ে যেতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও কর্তব্য পরায়ণ হতে হবে এবং উন্নয়ন ও সংস্কারে প্রয়োজনীয় ও যথাযথ ভূমিকা রাখতে হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com