| সোমবার, ২১ জুন ২০২১ | 468 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজার২৪ ডেস্ক : অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজের কবলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এর মধ্যে সদ্য ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে ফিরে আসা মুন্নু ফেব্রিক্স এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। ডিএসই’র তদন্ত নোটিশের জবাবে কোম্পানি ২টি জানিয়েছে যে, মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই দর বাড়ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই তাদের নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি দুটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য, মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর গত ১৩ জুন ছিল ১১ টাকায়। আর ২০ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৭.৬০ টাকায়। অর্থাৎ এই ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৬.৬০ টাকা বা ৬০ শতাংশ বেড়েছে।
খান ব্রাদার্সের শেয়ার দর গত ৮ জুন ছিল ৮.৯০ টাকায়। আর ২০ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১১.৮০ টাকায়। অর্থাৎ এই ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২.৯০ টাকা বা ৩৩ শতাংশ বেড়েছে।
শেয়ারবাজার২৪
Posted ১১:৪৮ অপরাহ্ণ | সোমবার, ২১ জুন ২০২১
sharebazar24 |
.
.