বৃহস্পতিবার ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শেয়ারবাজার উন্নয়নে বিনিয়োগকারীদের ৭ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ আগস্ট ২০২৪ | 165 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজার উন্নয়নে বিনিয়োগকারীদের ৭ দফা দাবি

শেয়ারবাজার উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ৭ দফা দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। আজ ১১ আগষ্ট পুঁজিবাজার জাতীয় ঐক্য ফাউন্ডেশনের (এড়া’ঃ ৎবম হড়. ৪০৫), সভাপতি মো: রুহুল আমিন আকন্দ ও সাধারণ সম্পাদক মো: আছাহাব মিয়ার নেতৃত্বে বিএসইসিতে যান বিনিয়োগকারীরা। পরবর্তীতে বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রাপ্ত কমিশনার মো: মহসিন চৌধুরীর কাছে লিখিত দাবি পেশ করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘদিনের অস্থিতিশীলতা দূর হয়ে পুঁজিবাজার একটি গতিময় রূপ পেয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ওপর আস্থা রেখে পুনরায় বিনিয়োগে অংশগ্রহণ করেছি। তাই ভবিষ্যতে পুঁজিবাজারকে গতিশীল ও স্বচ্ছ রাখতে নিম্নবর্ণিত ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার আহবান জানিয়েছেন বিনিয়োগকারীরা।

৭ দফা দাবিগুলো হলো:

১। পুঁজিবাজারকে ঢেলে সাজাতে সৎ ও যোগ্য লোকদের নিয়োগ দিতে হবে।

২। বাস্তবিক অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ লোক চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হবে।

৩। পুঁজিবাজারকে অস্থিতিশীল করা ও কারসাজি চক্রে জড়িত লোকদের শাস্তির আওতায় আনতে হবে।

৪। পুঁজিবাজারে লুটপাট করা ব্যক্তিদের কাছ থেকে অর্থ ফেরতের ব্যবস্থা করতে হবে।

৫। পুঁজিবাজার উন্নয়ন ও গতিশীলতায় যেকোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিনিয়োগকারীদের মতামত নিতে হবে। এতে বিনিয়োগকারীদের নিবন্ধিত সংগঠনের প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে।

৬। কোম্পানি সাধারণ সভা (এজিএম/ইজিএম) বিনিয়োগকারীদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত হতে হবে।

৭। পুঁজিবাজার স্থিতিশীলতায় ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড ব্যবহারে বিনিয়োগকারীদের সমন্বয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১১ আগস্ট ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com