শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ধারাবাহিক দরপতন দিয়ে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ | 192 বার পঠিত | প্রিন্ট

ধারাবাহিক দরপতন দিয়ে সপ্তাহ শেষ

আজ ১৬ মে ধারাবাহিক দরপতন দিয়ে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন দরপতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১৬ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ৯.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫১৭.৪১ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১২.১৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৭৩.৯৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২ টির, কমেছে ২১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩০.৯৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২০ কোটি ৯৬ লাখ ২২ হাজার ১৩৭ টি শেয়ার ১ লাখ ৫৮ হাজার ৫১৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৭৬ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৫ মে ডিএসইতে ১৫ কোটি ৯২ লাখ ২৬ হাজার ৯১৯ টি শেয়ার ১ লাখ ৩৭ হাজার ৬০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫২৬ কোটি ৩৩ লাখ ৫৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৫০ কোটি ৪৬ লাখ ৩২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৩ শতাংশ বা ৫৩.৬৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ৬.৫৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩ টির, কমেছে ১৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫৯ কোটি ৬৮ লাখ ২২ হাজার ৯৫৫ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com