বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ মে ২০২৪ | 230 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৫ মে স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩টি হলো- ইসলামী ব্যাংক, বাটা সু এবং ইউনাইটেড ফাইন্যান্স।

রেকর্ড ডেটের কারণে আগামী ১৬ মে এই ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

ইউনাইটেড ফাইন্যান্সের লিমিটেড : কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৭৬ পয়সা।

সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৭ টাকা ৬ পয়সা।

আগামী ২৩ জুন সকাল ১০টায় সামসন এইচ চৌধুরী সেন্টার, ঢাকা ক্লাব লিমিটেড, মৌলানা ভাসানি রোর্ড, রমনা, ঢাকায় কোম্পানিটির ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

বাটা সু কোম্পানি : কোম্পানটি ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য চুড়ান্ত ১০৫ শতাশ ক্যাশ (মোট ৪৩৫ শতাংশ ক্যাশ) ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি অর্ন্তবর্তীকালিন ৩৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ টাকা ৩১ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ২৯ টাকা ৯৮ পয়সা।

৩০ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩৭ টাকা ৯৩ পয়সা।

আগামী ১৬ জুলাই বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি : ব্যাংকটি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ২৫ জুন ২০২৪, মঙ্গলবার ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৩২ অপরাহ্ণ | সোমবার, ১৩ মে ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com