বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ওইমেক্স ইলেকট্রোডের পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ | 329 বার পঠিত | প্রিন্ট

ওইমেক্স ইলেকট্রোডের পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওইমেক্স ইলেকট্রোডের লিমিটেড পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ কোম্পানির বিদ্যমান পরিচালকদের থেকে নেয়া শেয়ার মানি ডিপোজিটের অর্থের বিপরীতে নতুন শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি এ প্রক্রিয়ায় তাদের পরিশোধিত মূলধন ৬ কোটি টাকা বাড়াতে চায়। এ প্রস্তাবে এরই মধ্যে একবার অসম্মতি জানিয়েছে বিএসইসি। কোম্পানির গত মঙ্গলবার (২৪ জুলাই) অনুষ্ঠিত পরিচালনা বোর্ডের সভায় শর্ত পরিপালন সাপেক্ষে পুনরায় বিএসইসির কাছে এ প্রস্তাব বিবেচনার জন্য আবেদন জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোম্পানিটি তাদের বিদ্যমান পরিচালকদের থেকে বিভিন্ন সময়ে ইকুইটি বাবদ অর্থ নিয়ে তা কোম্পানির স্বার্থে ব্যবহার করেছে। এ শেয়ার মানি ডিপোজিটের অর্থের বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যের ৬ লাখ সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির বোর্ড। যার মাধ্যমে কোম্পানির পরিশোধিত মূলধন ৬ কোটি টাকা বাড়ানো হবে।

এ প্রস্তাব অনুমোদনের জন্য অনেক আগেই বিএসইসির কাছে আবেদন জানিয়েছিল কোম্পানিটি। কিন্তু এক্ষেত্রে কোম্পানিটি সংঘস্মারক ১৩ ও ৫৩ নম্বর নিবন্ধ লঙ্ঘন করায় কমিশন তাদের প্রস্তাবে অসম্মতি জানিয়েছিল।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com