নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | 223 বার পঠিত | প্রিন্ট
আজ ০৯ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন
এদিন ব্লক মার্কেটে এই ৫৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৬ কোটি ৭০ লাখ ৯ হাজার টাকার ।
এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার।
এদিকে, ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, এডিএন টেলিকম, এ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং বারাকা পাওয়ার।
ব্লক মার্কেটে আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ২৯ লাখ টাকারও বেশি।
যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪১ শতাংশ।
জানা যায়, এই তিন কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ৪ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে।
অন্য ৩ কোম্পানির মধ্যে- এডিএন টেলিকমের ৩ কোটি ৯৮ লাখ ৮৩ হাজার এবং এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৩ কোটি ৫৬ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এবং বারাকা পাওয়ারের ২ কোটি ৭৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পঞ্জম সর্বোচ্চ আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৯১ লাখ ৪৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
এরপর সর্বোচ্চ সালভো কেমিক্যালের ১ কোটি ৭৩ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ১ কোটি ৩৯ হাজার ৭৩ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ৩৭ লাখ ৯১ হাজার, রংপুর ডেইরির ১ কোটি ৩৫ লাখ ৫০ হাজার, এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ১ কোটি ২৯ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪
আরও পড়ুন : ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুকে ডিএসই’র চেয়ারম্যান নির্বাচিত
আরও পড়ুন : শেয়ারবাজার ঝুঁকিপূর্ণ হওয়ায় জেনে বুঝে বিনিয়োগ করা উচিত : ড. শেখ শামসুদ্দীন আহমদ
Posted ৫:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩
sharebazar24 | sbazaradmin
.
.