বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বাংলাদেশ ফাইন্যান্সের মামলায় মোহাম্মদ রাশেদুল আলম মামুন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | 201 বার পঠিত | প্রিন্ট

বাংলাদেশ ফাইন্যান্সের মামলায় মোহাম্মদ রাশেদুল আলম মামুন গ্রেফতার

বাংলাদেশ ফাইন্যান্স এর দায়েরকৃত প্রতারণা মামলায় মোহাম্মদ রাশেদুল আলম মামুনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম বন্দর থানা পুলিশ। তিনি চট্টগ্রামের প্রাইম ডিস্ট্রিবিউশন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ ৪ ফেব্রুয়ারী চট্টগ্রামের দক্ষিণ মধ্য হালিশহরের বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার শেষে তাকে বন্দর থানায় নিয়ে আসে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া রাশেদুল আলম মামুন ও তার ভাই মইনুল আলম সায়মন বাংলাদেশ ফাইন্যান্স থেকে ৫ কোটি টাকা হোম লোন ঋণ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ২৭৬৮ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনে ঋণের টাকা পরিশোধ না করেই প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে দায়বদ্ধ ফ্ল্যাটটি গোপনে অন্যত্র হস্তান্তর করার চুক্তি করে।

পরবর্তীতে বিষয়টি বাংলাদেশ ফাইন্যান্স এর নজরে আসলে প্রতিষ্ঠানটি ঢাকা মেট্রোপলিটন ম্যাজস্ট্রেট আদালতে রাশেদুল আলম মামুন ও তার ভাই মইনুল আলম সায়মনের বিরুদ্ধে পেনাল কোডের ৪২০/৪০৬/৪৬২বি/৩৪ ধারায় প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিরা বাংলাদেশ ফাইন্যান্স হইতে উল্লেখিত হোম লোন সুবিধা ছাড়াও প্রাইম এএমআর এক্সচেঞ্জ ও প্রাইম কমিউনিকেশন নামে আরো একাধিক লোন সুবিধা গ্রহণ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, আসামি রাশেদুল আলম মামুনের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে খেলাপী ও প্রতারণার অভিযোগে প্রায় শতাধিক মামলা চলমান রয়েছে। এছাড়াও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার ও জঙ্গি সংগঠনের অর্থায়নের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গ্রেফতারকৃত রাশেদুল আলম মামুনের বিরুদ্ধে তদন্ত করছে বলে জানা যায়।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:১৩ অপরাহ্ণ | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com