বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ | 211 বার পঠিত | প্রিন্ট

শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠনের সিদ্ধান্ত

৯ সদস্য বিশিষ্ট শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ইসলামিক শরীয়াহ ভিত্তিক বিভিন্ন প্রকার সিকিউরিটিজ ইস্যুসহ ইসলামিক ক্যাপিটাল মার্কেট গঠনের ক্ষেত্রে কমিশনকে যথাযথ পরামর্শ দেয়ার উদ্দেশ্যে কমিশনের ৮৪৮ তম সভায় সর্বসম্মতিক্রমে এই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল ২০২২ এর বিধি-৪ ও বিধি-৫ এ বর্ণিত শরীয়াহ স্কলার এবং ইন্ডাস্ট্রির অভিজ্ঞ সদস্যদের যোগ্যতার শর্ত বিবেচনায় নিয়ে কমিশনের শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য হিসেবে ৫ জন শরিয়াহ স্কলার ও ৪ জন এক্সপার্ট সমন্বয়ে ৯ সদস্য বিশিষ্ট শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠনের বাধ্যবাধকতা রয়েছে।

এর আলোকে কমিশন শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল এর চেয়ারম্যান হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রশিদকে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কাউন্সিল এর জন্য নির্বাচিত ৫ জন শরিয়াহ স্কলার সদস্য হলেন: ১. অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ; ২. মুফতি শহীদ রাহমানী; ৩. মুফতি ইউসুফ সুলতান সিএসএএ, সিআইএফই; ৪. মুফতি ড. ওয়ালিউর রহমান খান (ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি); ৫. মওলানা শাহ ওয়ালী উল্লাহ।

অন্যদিকে ০৪ জন এক্সপার্ট সদস্য হলেন: ১. অধ্যাপক আবু তালেব ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এক্সপার্ট ; ২. এ কে এম নুরুল ফজল বুলবুল- লিগাল এক্সপার্ট ; ৩. অধ্যাপক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া এফসিএমএ-অ্যাকাউন্টিং এক্সপার্ট; ৪. মেজবাহ উদ্দিন আহমেদ, এফসিসিএ, সিআইপিএ, সিএসএএ- ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট।

উল্লেখ্য শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠনের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারে ইসলামিক শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ নিয়ে আসার সুযোগ বৃদ্ধি পাবে এবং ইসলামিক শরিয়াহভিত্তিক সিকিউরিটিজে আগ্রহী দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা দেশের পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আরোও উৎসাহী হবেন। এতে দেশের পুঁজিবাজারে বিনিয়োগ বৃদ্ধি পাবে।”

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:১৪ অপরাহ্ণ | সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com