বৃহস্পতিবার ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাপ্তাহিক মার্কেট মুভার তালিকায় নতুন তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ | 136 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক মার্কেট মুভার তালিকায় নতুন তিন কোম্পানি

বিদায়ী সপ্তাহে (০৮-১২ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মার্কেট মুভারের তালিকায় নতুন করে উঠে এসেছে ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- জেএমআই হসপিটাল, এডিএন টেলিকম এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ লেনদেন তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯৩ লাখ ১ হাজার ৮৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৭ কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৬৫ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৭২ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৯৩ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২১ টাকা। ২৯.০৫ শতাংশ।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে নবম দখল করেছে এডিএন টেলিকম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৯ লাখ ৩৪ হাজার ৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬০ কোটি ৮১ লাখ ৬৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৮৭ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১১৪ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১২৫ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১১ টাকা ২০ পয়সা। ৯.৭৯ শতাংশ।

প্রগতি লাইফ ইন্সুরেন্স তালিকার দশম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪২ লাখ ৮৫ হাজার ৩৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৭ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৭২ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৩৩ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৪৭ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১৪ টাকা।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৩:৩৬ অপরাহ্ণ | শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com