বৃহস্পতিবার ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টেটলি এসিআইয়ের শেয়ার ক্রয়ের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ নভেম্বর ২০২২ | 104 বার পঠিত | প্রিন্ট

টেটলি এসিআইয়ের শেয়ার ক্রয়ের প্রস্তাব

টেটলি এসিআইয়ের পুরো শেয়ার কেনার প্রস্তাব করেছে টাটা কনজ্যুউমার প্রডাক্টস ওভারসিস হোল্ডিংস (টিসিপি) লিমিটেড। গত ২৩ সেপ্টেম্বর অ্যাডভ্যান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং টাটা কনজ্যুউমার প্রডাক্টস এর মধ্যে জয়েন্ট ভেঞ্চার চুক্তি সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ইংলিশ কোম্পানি টাটা কনজ্যুউমার প্রডাক্টসের হেডকোয়াটার ইন্ডিয়ার মুম্বায়ে। টিসিপি টেটলি এসিআইয়ের পুরো শেয়ার কেনার প্রস্তাব করেছে। টেটলি এসিআইয়ে এসিআইয়ের ৫০ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে।

এসিআই এবং টিসিপি একটি সোহার্দপূর্ণ চক্তিতে পোঁছেছে। এসিআইয়ের পরিচালনা পর্ষদ খসড়া চুক্তি অনুমোদন করেছে।

চুক্তির অধীনে এসিআই পুরো মালিকানা বিক্রি করবে ১০ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকায়। এসিআই বিক্রয়, বণ্টন এবং লিজ চুক্তি বাবদ গ্রহণ করবে ৩ কোটি ৩৮ লাখ ২০ হাজার টাকা।

এসিআই এবং টিসিপি একসাথে টিসিপির মূল কোম্পানি টাটা কনজ্যুউমার প্রডাক্টস ইউকে গ্রুপের সাথে সেটেলমেন্ট চুক্তি করবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:০৯ অপরাহ্ণ | রবিবার, ২৭ নভেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com