নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩১ আগস্ট ২০২২ | 3781 বার পঠিত | প্রিন্ট
বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকভাবে অস্বাভাবিক হারে দর বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানি দুইটি হলো- ইন্ট্রাকো রিফুয়েলিং এবং এপেক্স ফুডস। এই দুই কোম্পানির দর অস্বাভাবিক হারে বাড়ার বিষয়টি অবশেষে নজরে এসেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। যে কারণে কোম্পানি দুটিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছে ডিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সম্প্রতি অস্বাভাকি হারে দর বাড়ার কারণে ওই দুই কোম্পানিকে ডিএসইর পক্ষ থেকে তদন্ত নোটিশ পাঠানো হয়। এর প্রেক্ষিতে আজ ৩১ আগস্ট কোম্পানি দুটি জানিয়েছে, দর বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
বাজার পর্যবেক্ষনে দেখা যায়, গত ১ আগস্ট ইন্ট্রাকো সিএনজির শেয়ার দর ছিল ৩১ টাকা, যা ৩০ আগস্ট এসে দাঁড়িয়েছে ৪৩ টাকা ১০ পয়সায়। অন্যদিকে, গতকাল ১ আগস্ট এপেক্স ফুডসের শেয়ার দর ছিল ১৭৪ টাকা ২০ পয়সা, যা গতকাল ৩০ আগস্ট এসে দাঁড়িয়েছে ২৫৪ টাকা ২০ পয়সায়।
এই দর বৃদ্ধি ডিএসইর কাছে অস্বাভাবিক মনে হওয়ায় কোম্পানি ২টিকে তদন্ত নোটিশ পাঠিয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৫:১৮ অপরাহ্ণ | বুধবার, ৩১ আগস্ট ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.