শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক গেইনারের শীর্ষে যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ আগস্ট ২০২২ | 288 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক গেইনারের শীর্ষে যেসব কোম্পানি

বিদায়ী সপ্তাহে (১৪-১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে কে এন্ড কিউয়ের। যে কারণে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক গেইনারের শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে কে এন্ড কিউয়ের উদ্বোধনী দর ছিল ২৪৯ টাকা ২০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩০২ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৫৩ টাকা ১০ পয়সা বা ২১.৩১ শতাংশ। এর মাধ্যমে কে এন্ড কিউ ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে। ১০ কোটি ৭৮ লাখ ২১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৯ দশমিক ৩৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ১৩ লাখ ২৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার টাকা।

বিডি মনোস্পুল পেপার লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৫ দশমিক ৮৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার টাকা।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পেপার প্রসেসিংয়ের ১৫.৪৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১৫.৩৮ শতাংশ, সমরিতা হসপিটালের ১১.৮১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১১.৭২ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১১.৬৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ১১.৫৯ শতাংশ এবং সানলাইফ ইন্সুরেন্সের ১১.৫৬ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:৪০ অপরাহ্ণ | শনিবার, ২০ আগস্ট ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com