নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৮ মে ২০২২ | 230 বার পঠিত | প্রিন্ট
৫০০ কোটি টাকার বন্ড প্রাইভেট প্লেসমেন্টে ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের এই তথ্য জানিয়েছে।
জানা যায়, সাত বছর মেয়াদী নন-কনভার্টেবল আনসিকিউরড ফুল্লি-রিডম্বেল ফ্লোটিং রেট ‘এসজিআইবিএল তৃতীয় মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড’ ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ৫০০ কোটি টাকা উত্তোলন করবে।
ব্যাসেল ওওও এর অধিনে টায়ার -ওও মূলধন শক্তিশালি করনে এই বন্ড ইস্যু করবে কোম্পানিটি।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের সাপেক্ষে এই বন্ড ইক্যু করবে কোম্পানিটি।
শেয়ারবাজার২৪
Posted ৪:২৮ অপরাহ্ণ | রবিবার, ০৮ মে ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.