নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৮ মে ২০২২ | 149 বার পঠিত | প্রিন্ট
সরকার থেকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড। এর আগে কোম্পানিটি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে মৌখিকভাবে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ২ বছরের জন্য নো ইলেকট্রিসিটি, নো পেইমেন্ট ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করবে কোম্পানিটি। গত ২৪ মার্চ থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তি কারযকর হয়েছে।
কোম্পানিটির দুই সহযোগী ইতিমধ্যে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু করেছে। ওরিয়ন ফার্মা প্যারেন্ট কোম্পানি হওয়ায় বিপিডিবি কোম্পানিটির ইপিএস, এনএভি ও এনওসিএফপিএস দেখে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
শেয়ারবাজার২৪
Posted ১২:১০ অপরাহ্ণ | রবিবার, ০৮ মে ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.