নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ | 237 বার পঠিত | প্রিন্ট
আজ ২৯ মার্চ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে প্রত্যাশা জাগিয়ে শেষ বেলায় হতাশাজনক চিত্র। এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের পরিমান ছিল ৬৭৬৬.৮৭ পয়েন্ট, যা বেলা ১১টায় ৩.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৭৭০.০৪ পয়েন্টে। পরবর্তীতে বেলা ১২টায় ৯.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬৭৭৯.৮৩ পয়েন্টে। কিন্ত দুপুর ১টায় ২১.৮০ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৭৫৮.০৩ পয়েন্টে। দিনশেষে ৭.২৭ পয়েন্ট বেড়ে ৬৭৬৫.৩০ পয়েন্টে লেনদেন শেষ হয়।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.১৩ পয়েন্ট বা ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৬৫.৩০ পয়েন্টে। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৪৮ পয়েন্ট বা ০.০৩ শতাংশ কমে এবং ডিএসই-৩০ সূচক ৩.০২ পয়েন্ট বা ০.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১ হাজার ৪৬৪.৯৮ পয়েন্টে এবং ২ হাজার ৪৭১.০৮ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৮টির বা ৪৬.৮৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৫০টির বা ৩৯.৪৭ শতাংশের এবং ৫২টি বা ১৩.৬৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৮১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৫৭ কোটি ৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৯২৪ কোটি ৫৭ লাখ টাকার।
ডিএসইতে আজ ২১ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ২২৪টি শেয়ার ১ লাখ ৬১ হাজার ১৯৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৮১ কোটি ৬১ লাখ ৬৪ হাজার ৮১৪ টাকা ৬০ পয়সা। গতকাল ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৪০০ হাজার ৯৭ কোটি ২ লাখ ৪৭ হাজার ৯৫৭ টাকা ৯৬ পয়সা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫.০৮ পয়েন্ট বা ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮০৪.৫২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। আজ সিএসইতে ৩১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৫:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.