বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বন্ধ হয়ে গেছে সাড়ে ৫ লাখ বিও অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ আগস্ট ২০২১ | 506 বার পঠিত | প্রিন্ট

বন্ধ হয়ে গেছে সাড়ে ৫ লাখ বিও অ্যাকাউন্ট

নবায়ন না করায় জুলাই মাসে বন্ধ হয়ে গেছে বেনিফিশিয়ারি ওনার্স (বিও অ্যাকাউন্ট) হিসাব। কমেছে। জুন মাসের শেষ দিন অর্থাৎ ২৯ জুন পুঁজিবাজারে বিও হিসাব ছিল ২৫ লাখ ৩৬ হাজার ৪৩১টি। আর জুলাই মাসের শেষ দিন অর্থাৎ ৩১ জুলাই বিও হিসাব ১৯ লাখ ৭০ হাজার ৩৩৩টিতে দাঁড়ায়। অর্থাৎ জুলাই মাসে ৫ লাখ ৬৬ হাজার ৯৮টি বিও হিসাব বন্ধ হয়ে গেছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জুন মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৮ লাখ ৬৯ হাজার ৪৪৯টিতে, যা জুলাই মাসে এসে দাঁড়িয়েছে ১৪ লাখ ৬১ হাজার ৫৪২টিতে। অর্থাৎ জুন মাসের তুলনায় জুলাই মাসে ৪ লাখ ৭ হাজার ৯০৭টি কম।

এদিকে, জুন মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬ লাখ ৫২ হাজার ২৭৫টি জুলাই মাসে এসে দাঁড়িয়েছে ৪ লাখ ৯৪ হাজার ৩৭৪টিতে। অর্থাৎ জুন মাসের তুলনায় জুলাই মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ১ লাখ ৫৭ হাজার ৯০১টি কম ।

জুন মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৪ হাজার ৭০৭টি, জুলাই মাসে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১৭টিতে। অর্থাৎ জুনের তুলনায় জুলাই মাসে ২৯০টি বিও হিসাব কম।

জুলাই মাসে দেশে অবস্থানকারী বিদেশি বিনিয়োগকারীদের ৫ লাখ ১৫ হাজার ৬৯৯টি বিও হিসাব কমেছে। এর মাধ্যমে জুলাই মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৫ হাজার ১৭৫টিতে। যা জুন মাসের শেষ দিন ছিল ২৩ লাখ ৮০ হাজার ৮৭৪টিতে।

জুলাই মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৫০ হাজার ১০৯টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ৯০ হাজার ৭৪১টিতে। জুন মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১ লাখ ৪০ হাজার ৮৫০টিতে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০১ আগস্ট ২০২১

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com